সংলাপ বিফল হলে কঠোর আন্দোলন: বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 16:35:05

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ বিফল হলে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশনের মঞ্চ থেকে এ হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।

গণ অনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এখন কথা বলার সময় নেই, এখন কাজের সময়। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। এ অবস্থার পরিত্রাণ চাই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আলোচনার মাধ্যমে সম্ভব না হলে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনব।’

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হাইকোর্টের বেঞ্চে আওয়ামী লীগের নেতাদের বসিয়ে খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে, মানুষ তা মানবে না। এ বিচার মানি না। কারণ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাই বলছেন, প্রধান বিচারপতি হয়েও বিচার পাইনি, সে জায়গায় সাধারণ মানুষ কী বিচার পাবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবিই হচ্ছে খালেদা জিয়ার মুক্তি। সংলাপ বিফল হলে দেশে ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করতে দিব না। কঠোর আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব দেশে।’

দলের গঠনতন্ত্র নিয়ে হাইকোর্টের রায় বিএনপি মানে না বলেও জানান তিনি।

দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হন, নেত্রীকে মুক্ত করতে চাইলে। যত দিন পর্যন্ত তিনি মুক্তি না পাবেন তত দিন আন্দোলন করব।’

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.এমাজউদ্দীন আহমেদ বিএনপির নেতাকর্মীদের মুখে পানি তুলে দিয়ে অনশন ভাঙান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মইন খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর