খালেদার সাজা বাতিলের দাবি বিএনপির

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:39:15

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড দেয়ার প্রতিবাদে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে চট্টগ্রাম ও রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। তবে কর্মসূচিতে শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি।

মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার রায়কে মিথ্যা ও ফরমায়েশি উল্লেখ করে তার মুক্তি দাবি করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিমের সভাপতিত্বে কর্মসূচিতে মহানগর বিএনপির উপদেষ্টা জাহেদুল করিম কচি, যুগ্মসাধারণ সম্পাদক আরিয়া চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাকের সরওয়ার, মহিলা দলের সভাপতি মনিরা বেগম, সাধারণ সম্পাদক ডেলি চৌধুরী, শ্রমিক দলের তাহের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশি বাধায় রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর ও জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

বুধবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের বাইরের সড়কে ব্যানার নিয়ে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশি বাধায় কার্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে মানববন্ধন সমাবেশ করে তারা।

মানববন্ধনে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় একই স্থান থেকে বিএনপির অপর একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন- মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ প্রমুখ।

পৃথকভাবে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদলসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর