মন্ত্রিসভার আকার নি‌য়ে সিদ্ধান্ত ২৬ অ‌ক্টোবর

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:29:48

নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান।

মন্ত্রীসভা এখন যে রকম আছে নির্বাচনকালীন সরকা‌রে ‌সে রকম থাকার ব্যাপা‌রে প্রধানমন্ত্রীর যে ঘোষণা তার যৌক্তিকতা আছে ব‌লে ম‌নে ক‌রেন ওবায়দুল কা‌দের।

তিনি বলেন, ‘তবে এটা পরিষ্কার যে মন্ত্রিপরিষদ ছোট হওয়ার সম্ভাবনা নেই। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলেছেন সেভাবে হবে। বিশ্বের বিভিন্ন দেশে যদি পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ থেকে নির্বাচন হয় তাহলে বাংলাদেশেও হবে।

প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘মন্ত্রিসভার সাইজ ছোট হলেও দু’একজন যুক্ত হতে পারে, সাইজ এ অবস্থায় থাকলেও দু’একজন যুক্ত হতে পারে। প্রধান বি‌রোধী দল থে‌কে ‌থে‌কে যোগ হ‌তে পা‌রে ব‌লে ম‌নে হয়।’

ব্যারিস্টার মইনু‌লের গ্রেফতার সম্পর্কে তি‌নি ব‌লেন, ‘এ ধর‌ণের অপরা‌ধে পার পে‌য়ে যাবার সু‌যোগ নেই। তা‌কে ছাড় দি‌লে অনেকেই এ রকম অপরাধ কর‌বে। ব্যক্তি হি‌সে‌বে তার যে অপরাধ, সে জন্য তা‌কে গ্রেফতার করা হয়েছে। ঐক্যফ্র‌ন্টের নেতা হওয়ার জন্য নয়।’

নির্বাচনে সকল দলের সমান অধিকার নিশ্চিত প্রসঙ্গে কাদের বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচনী আচারণবিধি অনুযায়ী রাজনৈতিক দলগুলো কমিশনের আওতায় চলে যাবে। তখন মন্ত্রীদের দায়িত্ব সীমিত হয়ে যাবে। তখন কেবিনেট শুধু রুটিন ওয়ার্ক করবে, কোন ধরণের মেজর ডিসিশন নিতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর