বিএনপির সঙ্গে কোন নৈতিকতায় জাতীয় ঐক্য?: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-26 02:24:37

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে যেই দলের নেতারা দণ্ডপ্রাপ্ত, সেই দল বিএনপির সঙ্গে কোন নৈতিকতায় ড. কামাল হোসেন-বি চৌধুরীর জাতীয় ঐক্য ? প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের জনেগণ এই ঐক্য মেনে নেবে না।’

বৃহস্পতিবার(১১ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা গণতন্ত্রের ভাষায় কথা বলেন, আইনের শাসন আর নৈতিকতার কথা বলেন, তারা কীভাবে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতার দলের সঙ্গে ঐক্য করেন? দেশের রাজনীতি কি দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে? এ ধরণের জাতীয় ঐক্য জনগণ গ্রহণ করবে না।’

এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ‘ফরমায়েশি’ আখ্যা দেওয়ায় এর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের রায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন। ফখরুল সাহেব কীভাবে বললেন যে, এ রায় ফরমায়েশি? কোনো বিবেকবান মানুষ কি এ রায়কে ফরমায়েশি বলতে পারে? গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। হাওয়া ভবনে হামলার ছক আঁকা হয়েছে। রায়ে তারেক রহমানের সাজা হয়েছে। একজন বিবেকবান মানুষও এ রায়কে ফরমায়েশি বলতে পারবেন না।’

এ সম্পর্কিত আরও খবর