বিএনপির ৭ দিনের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:13:56

২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ‘প্রতিহিংসার’ উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। সেইসঙ্গে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

বুধবার (১০ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে  রায় প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন।

৭ দিন ব্যাপি কর্মসূচি:

বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর ছাত্রদলের সারা দেশে বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর যুবদলের সারা দেশে বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের সারাদেশে বিক্ষোভ। ১৬ অক্টোবর বিএনপি ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে। এ ছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং ১৮ অক্টোবর শ্রমিক দল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে।

এ সম্পর্কিত আরও খবর