বিএসএমএমইউতে খালেদার চিকিৎসা শুরু রোববার

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:09:07

মেডিকেল বোর্ডের সভার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে রোববার (৬ অক্টোবর) থেকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

শনিবার (৬ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় খালেদা জিয়ার ভর্তি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন,‌ আগামীকাল বেলা ১ টায় মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে তারপর চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রাথমিকভাবে মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এম এ জলিল(মেডিসিন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কথা বলেছেন। কুশল বিনিময় করেছেন। খালেদা জিয়ার জন্য বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, জেলকোড অনুযায়ী তাদের ব্যবস্থাপনায় যারা থাকার তারাই থাকবেন।

খালেদা জিয়ার চিকিৎসায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এম এ জলিল (মেডিসিন)। অন্য সদস্যরা হলেন,  অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল ব্যানার্জি (কার্ডিয়লজি), ডা. নকল দত্ত (অর্থোপেডিক্স) ও ফিজিওথেরাপিস্ট অধ্যাপক বদরুন্নেসা।

এ সম্পর্কিত আরও খবর