নির্বাচনের আগে রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:16:00

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১০ অক্টোবর।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে বিএনপি।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করা ও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সৃষ্টির জন্যই এই বোমা হামলা করা হয়েছে বলেও জনগণ মনে করে এবং এই মামলার রায়ের তারিখ আসন্ন নির্বাচনের পূর্বে নির্ধারণ করাটাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।'

তিনি বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে ঢেকে রেখে বিচারিক কার্যক্রম চলাকালীন অবস্থায় চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট তৈরি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানো হয়েছে। আর তা শুধুমাত্র করা হয়েছে মনের ঝাল মেটাতে।’

রিজভী বলেন, ‘এ জন্য আইনি প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে কুটিল চক্রান্তের মাধ্যমে তারেক রহমানকে ভিকটিম করা হয়েছে। এমনিতে সারাদেশে ঝাঁকে ঝাঁকে গায়েবি মামলায় এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। উন্নয়নের জিগির তুলে জনগণের অর্থের লুটপাট, বেপরোয়া গুম-খুন আর রক্তপাতের দমবন্ধ করা পরিস্থিতির সুযোগের সদ ব্যবহার করতেই ২১ আগস্ট বোমা হামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনার আমলে বিচারের রায় কী হবে তা জনগণ ভালোভাবেই জানে। নির্দোষ খালেদা জিয়াকে কৌশল করে কীভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে তাও জনগণ জানে। যেদেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়, যেদেশে প্রধান বিচারপতি বিচার পান না, সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে কী বিচার হবে সেটি নিয়ে জনগণ চিন্তিত নয়।’

তিনি আরও বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলার রায় ঘোষণার আগেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা বলেছেন এই রায়ের পর নাকি বিএনপি আরও বিপদে পড়বে। তার মানে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে, ২১ আগস্টের রায় কী তাহলে সরকারের ডিরেকশনে লেখা হচ্ছে ?’

এ সম্পর্কিত আরও খবর