‘নির্বাচনকে জিম্মি করে অপরাধীদের মুক্তি নয়’- তথ্যমন্ত্রী

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:15:29

নির্বাচনকে জিম্মি করে অপরাধীদের মুক্তি দেওয়া হবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত খালেদাসহ জঙ্গি, রাজাকার, আগুনসন্ত্রাসীদের মুক্তির দরকষাকষির সালিশ বৈঠক হবে না।’

সোমবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বিএনপি’র জনসভা থেকে খালেদাসহ সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিসহ সাত দফার সমালোচনা করে তিনি বলেন, ‘দীর্ঘ দশ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি, যা জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না।’

জাসদের একাংশের সভাপতি বলেন, ‘বিএনপি’র দণ্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। আর বিএনপি’র নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অর্থই হচ্ছে নাশকতা-অন্তর্ঘাতের শঙ্কা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।’

জাসদের একাংশের স্থায়ী কমিটির সদস্য নূরুল আখতারের সভাপতিত্বে জাসদ নেতৃবৃন্দের মধ্যে নাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, মাইনুল রহমান, নূরুন্নবী, মীর্জা আনোয়ার প্রমূখ সভায় বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর