প্রকাশ‍্য সভা করছি, গোপন বৈঠক নয়: ড.কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:54:52

 

মহানগর নাট্যমঞ্চ থেকে: জাতীয় ঐক্যের প্রচেষ্টায় কেউ কেউ ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন।

তিনি বলেন, আমরা প্রকাশ‍্য সভা করছি, কোন গোপন বৈঠক করছি না। যারা জনগণের শক্তিকে ভয় পায়, তারা জনগণের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে ষড়যন্ত্র বলে জনগণকে অপমান করছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।  

ড. কামাল হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর সান‍্যিধ‍্য পেয়েছি। তিনি আমাকে সদ‍্য স্বাধীন দেশের সংবিধান রচনার দায়িত্ব দিয়েছিলেন এটা আমার সবচেয়ে বড় পাওনা। ব্যক্তিগতভাবে আমার চাওয়া পাওয়ার কিছু নেই।  সংবিধান অনুযায়ী জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার, মানবাধিকার ও সাংবিধানিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রচেষ্টা চালাচ্ছি। তাতে জনগণ সাড়া দিয়েছে। এখন সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক‍্যবদ্ধ করার সময় এসেছে।

এই সংবিধান প্রণেতা বলেন, দেশবাসীকে জানাতে চাই, আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। জনগণের ক্ষমতা জনগণের নিকট ফিরিয়ে দেয়াই আমাদের রাজনৈতিক লক্ষ্য।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ফিরে মুক্তির বার্তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঐক‍্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার আব্দুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাম জোটের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর