স্থানীয় সরকারের বিভিন্ন উপনির্বাচনে আ. লীগের প্রার্থী যারা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:31:14

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলীয় সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। পরে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মো. তোফাজ্জল হোসেন, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মমিনুল ইসলাম, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আম্বিয়া খাতুন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আব্দুল মোকতাদীর বকুল, যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মাজহারুল আনোয়ার, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মর্তুজা আলী, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আরিফুল ইসলাম, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজিজুল হক ও সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে জাকারিয়া আহমদকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর