খালেদা আদালতকে অবজ্ঞা করেছেন

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:36:56

কক্সবাজার: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন,‘খালেদা জিয়া আদালতকে অবজ্ঞা করেছেন। তার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশে বিএনপি নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন।’

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার হিলটপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. হাসান মাহমুদ বলেন, ‘সর্বপ্রথম কারাগারে আদালত বসিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে সময় ওই আদালতে কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল। বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন এরশাদ সাহেবের জন্য কারাগারে আদালত বসানো হয়েছিল। এখন খালেদা জিয়ার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হয়েছে। কারণ তিনি অসুস্থ, তাই কারাগারের বাইরে যেতে পারছেন না। মামলার তারিখ পড়েছিল বার বার। গত ৬ মাস ধরে তিনি একদিনও হাজির হতে পারেন নাই। তাই তার সুবিধার্থে কারাগারে আদালত বসানো হচ্ছে।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিএনপি যত কথাই বলুক না কেন তাদের নির্বাচনে আসতেই হবে। কারণ গত নির্বাচনে তারা নিজেদের দুর্বলতার প্রমাণ দিয়েছে। এবার নির্বাচনে এসে তারা তাদের জনপ্রিয়তা যাচাই করবেন এটাই বাস্তবতা। আমরা আশা করি বিএনপি সেই রক্তক্ষরণের পথ বেছে নেবে না।’

তিনি আরও বলেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। যেকোনো সময় দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের প্রার্থীদের সিলেক্ট করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর