১৭০ সংসদ সদস্যকে করোনা পরীক্ষার আহ্বান

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 01:09:04

একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যে ১৭০ সংসদ সদস্য অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষার আহ্বাহন জানিয়েছে জাতীয় সংসদ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, আমরা নিজেরাই পরীক্ষা করছি। ১৭০ সংসদ সদস্যকে করোনা পরীক্ষা করতে চিঠি দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) ২০ জন নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। তাদের করোনা নেগেটিভ এসেছে। বাকিদেরও আমরা অনুরোধ করছি, যেন করোনার নমুনাটা পরীক্ষা করিয়ে নেন।

৩৫০ সংসদ সদস্যের মধ্যে যাদের বয়স বেশি, তাদের আগে থেকেই সংসদে যোগদান না করতে বলা হয়েছে। এছাড়া কয়েকজন সংসদ সদস্য মৃত্যুবরণ করায় এখন ৩৫০ এর কম সংসদ সদস্য রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর