মুজিব বর্ষে একদিনে ৩০০ সংসদীয় আসনে স্বাস্থ্য ক্যাম্প

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:43:41

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ। এরই অংশ হিসেবে আগামী ২৪ মার্চ মানিকমিয়া অ্যাভিনিউয়ে বিশেষ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

এছাড়াও আগামী বছর অর্থ্যাৎ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি একযোগে ৩০০ সংসদীয় আসনে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গঠিত স্বাস্থ্যসেবা উপকমিটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংসদের মিডিয়া সেন্টারে সাইকেল র‌্যালি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা উপকমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. হাবিব মিল্লাত, ডা. মনসুর রহমান, ডা. রুস্তম আলী ফরাজী, ডা. নাসির উদ্দিন, ডা. জাকিয়া নুর, আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. আ ফ ম রুহুল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এই সাইকেল র‌্যালি হবে। সাইকেল র‌্যালির স্লোগান হচ্ছে- ‘সুস্থ সবল জাতি গড়ি, মুজিব বর্ষ পালিন করি’। আমাদের উদ্দেশ্য দেশের মানুষকে সচেতন করে তোলা। যে কিছু কিছু কাজ করলে আমরা অনেক অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক (মস্তিস্কে রক্তক্ষরণ), ডায়াবেটিস, ক্যানসার, কিডনিরোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ. হাঁপানি ইত্যাদি থেকে পরিত্রাণ পাব।

এসব অসংক্রামক রোগের সাথে মানুষের জীবনযাত্রার গভীর সম্পর্ক রয়েছে। অস্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস, ধূমপান, তামাক সেবন, শারীরিক ব্যায়াম বা কায়িক পরিশ্রম না করা, মাদক গ্রহণ এবং মানসিক চাপ এসব কারণে অসংক্রামক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই মানুষকে সচেতন করতে এই র‌্যালির আয়োজন।

ওই দিন ভোর ৬ টায় সাইকেল র‌্যালি মানিক মিয়া অ্যাভিনিউ হতে শুরু হয়ে আড়ং মোড়-ধানমন্ডি ২৭ নম্বর রোড শংকর-জিগাতলা-সিটি কলেজ মোড়-মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হবে। র‌্যালিতে সংসদ সদস্য, সাধারণ সাইক্লিস্ট ও অন্যান্য সাধারণ লোকও অংশগ্রহণ করতে পারবেন। এরজন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। ১৮ বছর ঊর্ধ্বে সুস্থ দেহের অধিকারি যে কেউ এই র‌্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার ঠিকানা: bit.ly/mujibborsho2020 অথবা www.parliament.gov.bd। বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা যাবে।

সাইকেল র‌্যালির উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। স্বাস্থ্যসেবা উপ কমিটির টার্গেট ২ হাজার থেকে ২৫০০ সাইক্লিস্ট নারী, পুরুষ ওই র‌্যালিতে অংশগ্রহণ করবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩০৪ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

মুজিব বর্ষ উপলক্ষে আরো কয়েকটি প্রোগ্রাম করবে এই স্বাস্থ্যসেবা উপকমিটি। তারমধ্যে রয়েছে আগামী ৫ নভেম্বর মানিকমিয়া অ্যাভিনিউতে ম্যারাথন দৌড়, এছাড়া ১৮-২৭ ডিসেম্বর সংসদ চত্বরে ১০ দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য মেলা। ওই মেলায় মানুষকে চিকিৎসা সেবায় উন্নত প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা বাড়াতে কাজ করবে। এছাড়া আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি একযোগে ৩০০ সংসদীয় আসনে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। ওই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ লাখের অধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে একটি জরিপে বলা হয়, ২০১৪ সালের জরিপ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার ৩৯ শতাংশ পরিণত বয়স্করা অতিরিক্ত ওজনে ভূগছেন এবং ১৩ শতাংশের অতিরিক্ত মেদে ভূগছেন। ২০১৩ সালের জরিপে ৫ বছর বয়সের নিচের শিশুদের ৪২ মিলিয়ন অতিরিক্ত ওজন বা উচ্চমেদ সমস্যায় ভুগছে। প্রতিবছর ৩৬ মিলিয়ন লোক অসংক্রামক রোগে মারা যায় যাদের মধ্যে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশের জনসংখ্যা রয়েছে ২৯ মিলিয়ন। বিশ্বে বাৎসরিক মোট মৃত্যুর ৬৩ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। আর ১৬ মিলিয়ন অসংক্রামক রোগে মৃত্যু হয় ৩০-৬৯ বছরের বয়সের মধ্যে। এসকল অপরিণত মৃত্যুর ৮২ শতাংশ ঘটে থাকে নিম্ন ও নিম্ন মধ্যআয়ের দেশগুলোতে। অসংক্রামক রোগসমূহ উন্নতি ও অর্থনৈতিক উন্নয়নের বাধা। ২০৩০ সাল নাগাদ বিশ্বের এসব রোগের জন্য স্বাস্থ্য সেবা খাতে ব্যয় হবে ৩০ ট্রিলিয়ন ইউএস ডলার।

এ সম্পর্কিত আরও খবর