সংসদে ৮২৩৮ ঋণখেলাপির তালিকা প্রকাশ

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 03:50:17

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে ৮ হাজার ২৩৮ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসকল প্রতিষ্ঠান ঋণখেলাপী হিসেবে তালিকাভুক্ত। বাংলাদেশের সকল ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সিআইবি ডাটাবেইজের ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য থেকে এসব কথা জানান মন্ত্রী।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে একাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

সরকারি দলের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যেসব কোম্পানি ঋণখেলাপি করেছে তাদের খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৪ লাখ টাকা ও পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী- রিমেক্স ফুটওয়্যার, ক্রিসেন্ট লেদার প্রডাক্টস, রূপালী কম্পজিট লেদারওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াম ব্রাদার্স (পিভিটি) লিমিটেড, এস এ ওয়েল রিফাইনারি লিমিটেড. সামনাজ সুপার ওয়েল লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি. অ্যালো কোট লিমিটেড, গ্যালাক্সি স্যুটওয়্যার এন্ড ইয়ার্ন ডাইং, বুলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ ৮ হাজার ২৩৮টি কোম্পানি এই তালিকায় রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর