২০২০ সাল থেকে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 05:35:21

জাতীয় সংসদ ভবন থেকে: ২০২০ সাল থেকে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করার কাজ চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আশা করা যায়, ২০২০ সাল থেকে দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর