এরশাদের শোক প্রস্তাবের আলোচনায় আমুর ১৭ সেকেন্ড

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 05:35:27

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ সংসদের চতুর্থ অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ওপর শোক প্রস্তাবের আলোচনা চলছে। আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৮ সেপ্টেম্বর) মাগরিবের বিরতির আগে তার নাম ঘোষণা করার পর স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য শুরু করেন তিনি। বক্তব্যের রেকর্ডে দেখা যায় তিনি মাত্র ১৭ সেকেন্ড সময় ব্যয় করেছেন।

আমির হোসেন আমু বলেন, “সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুজনিত কারণে শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। দোসে-গুণে মানুষ সেগুলো আজকে আলোচনা না করাই ভালো। আমি তার আত্মার শান্তি কামনা করি- এই কথা বলে তার বক্তব্য শেষ করেন তিনি।

আরও পড়ুন: ‘সফল রাষ্ট্রনায়ক’ এরশাদ, সংসদে শোক প্রস্তাব

এরশাদের শোক প্রস্তাবের আলোচনায় খোঁচা মারলেন নাস�...

এ সম্পর্কিত আরও খবর