নোটিশের জবাব না পেয়ে মেননের ক্ষোভ

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-30 05:51:26

গ্যাসের মূল্য বৃদ্ধির বিপক্ষে মতামত জানিয়ে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে নোটিশ দিয়ে তার জবাব না পেয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘আমরা বকাউল্লাহ, আর উনারা শোনাউল্লাহ, আর এই সংসদ হচ্ছে গরিবউল্লাহ। এই নোটিশে যদি আলোচনা না হয় সংসদ আরও গরিবউল্লাহ হবে বলে আমার ধারণা।’

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ সব কথা বলেন রাশেদ খান মেনন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘বিলটি স্পিকারের বিচেনাধীন রয়েছে, আলোচনা হয়নি বলে যে হবে না তা কিন্ত নয়।’

রাশেদ খান মেনন বলেন, ‘আমি এর আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলাম। সেদিন আপনি (ডেপুটি স্পিকার) বলেছিলেন নোটিশটি স্পিকারের বিবেচনাধীন রয়েছে। আজকে সংসদের শেষ দিন, এটি কার্য তালিকায় আসেনি। এটা কি বাতিল করা হয়েছে সেটাও জানতে পারিনি। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধি অনুযায়ী বিলটি জানার অধিকার আমার রয়েছে।’

তিনি বলেন, ‘অবশ্য সেদিন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন, আপনি খামখা এটা ইনসিস্ট করেছেন। ইনসিস্ট করে লাভ নেই। কারণ, আমরা হচ্ছি সব বকাউল্লাহ আর ওনারা হচ্ছে শোনাউল্লাহ আর এই সংসদ হচ্ছে গরিবউল্লাহ। যদি সংসদে নোটিশটি নিয়ে আলোচনাটা না হয় সংসদ আরও গরিব হবে বলে আমার ধারণা।’

পরে ডেপুটি স্পিকার বলেন, আপনারা শুধু বকাউল্লাহ বকা নন, আমরা শুধু শোনাউল্লাহ শোনা নই। আপনারা বক্তব্য রাখেন সে বিষয়ে সরকার কার্যকরী পদক্ষেপ নেয়। আপনার ৬৮ বিধির নোটিশটি স্পিকারের বিবেচেনাধীন আছে, এটা যে বিবেচনা করা হবে না—এমন তো কোন কথা নেই। বিষয়টি আপনাকে পরে অবহিত করব।’

এ সম্পর্কিত আরও খবর