পণ্য বৈচিত্র্যের অভাবে রফতানি বাজার বড় হচ্ছে না

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 21:06:41

জাতীয় সংসদ ভবন থেকে: পণ্য বৈচিত্র্যের অভাবে রফতানি বাজার বড় হচ্ছে না বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, ‘সরকারের পক্ষ হতে পণ্য বৈচিত্রায়নের লক্ষ্যে বস্ত্র খাতে রফতানি বৃদ্ধির জন্য উচ্চ মূল্যের পণ্য উৎপাদন করা হচ্ছে।’

সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনে একাদশ সংসদের তৃতীয় অধিবেশনে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, একজেলা একপণ্য কর্মসূচির আওতায় জেলা/অঞ্চল ভিত্তিক বিভিন্ন প্রসিদ্ধ পণ্যের রফতানি বাজারে প্রবেশের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এলাকা ভিত্তিক পণ্যের মান উন্নয়নে প্রান্তিক চাষিদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রফতানি যোগ্য পণ্যের মান ঠিক রাখার জন্য প্যাকেজিং ও সংরক্ষণ পদ্ধতির বিষয়ে সহায়তার জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা। কোন এলাকায় কোন পণ্য প্রসিদ্ধ এবং তা রফতানিযোগ্য কিনা সে বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা।

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের রফতানি বাণিজ্য নির্দিষ্ট কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯৭২-৭৩ অর্থ বছরে মোট ২৫টি পণ্য ৬৮টি দেশে রফতানি করে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছিল। সেটি বেড়ে ২০১৭-১৮ অর্থবছরে ২০২টি দেশে ৭৪৪টি পণ্য রফতানি করে ৪১ হাজার ৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জন হয়েছে। তবে রফতানি আয়ের সকল খাতের অবদান সমান নয়। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মে হিসেব অনুযায়ী নিট ও ওভেন গার্মেন্টস, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, হিমায়িত খাদ্য, জাহাজ প্রভৃতি পণ্য থেকে মোট রপ্তানি আয়ের প্রায় ৯৫ দশমকি ১০ শতাংশ আয় হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর