সম্পূরক বাজেটের সমাপনী বক্তব্যও দিচ্ছেন প্রধানমন্ত্রী  

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-24 10:01:38

বিদায়ী অর্থবছর ২০১৮-১৯ এর সম্পূরক বাজেটের ওপর সাধারণত অর্থমন্ত্রী সমাপনী বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় এবার প্রস্তাবিত বাজেট উত্থাপনের মতো সম্পূরক বাজেট বক্তব্যও রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদীয় ইতিহাসে এমনটি আগে হয়নি।

সোমবার (১৭ জুন) সম্পূরক বাজেট পাসের আগে সম্পূরক বাজেটের সমাপনী বক্তৃতা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান স্পিকার।

শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থমন্ত্রী অসুস্থ। তাই আমাকে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সুযোগ করে দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ। এ সম্পূরক বাজেটের আকার ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

যেহেতু সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তৃতা করছেন সংসদ নেতা, তাই ধারণা করা হচ্ছে সম্পূরক বাজেট পাসের প্রস্তাবও করবেন প্রধানমন্ত্রী। যা সংসদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যা আগে কখনোই ঘটেনি।

এ সম্পর্কিত আরও খবর