'এমপিওভুক্ত হবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান'

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:15:48

সংসদ ভবন থেকে: শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করার দাবি দীর্ঘদিনের। সেই দাবি বাস্তবে রূপ দিতে যাচ্ছে সরকার। এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, 'এমপিওভুক্তির সুযোগ অবশ্যই হবে। তবে এখনো যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেনি, সেসব প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে যোগ্যতা অর্জন পূর্বক এমপিওভুক্ত করা হবে। তবে সেটা অবশ্যই ১০ বছর অপেক্ষা করতে হবে না।'

মঙ্গলবার (১১ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'যেসকল শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যতা এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি। এমপিরা সহযোগিতা করলে প্রত্যেকে যার যার নিজের এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্যতা অর্জন করতে প্রয়োজনীয় সহযোগিতা করলে এবার না হলে আগামীবার অবশ্যই হবে। এবার নিশ্চয়ই ১০ বছর অপেক্ষা করতে হবে না।'

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় নিয়ে বিতর্কের বিষয়ে মন্ত্রী বলেন, 'ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। আর এমপিদের শিক্ষাগত যোগ্যতা থাকা না থাকার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা থাকা না থাকা এক কথা নয়। বিষয়টি এক পাল্লায় মাপা যাবে না।'

তিনি আরও বলেন, 'শিক্ষকরা চাকরি করেন চাকরির শর্তানুযায়ী তাদের বিভিন্ন যোগ্যতা লাগে। এমপিরা কেউ চাকরি করেন না তারা জনগণের ভোটে নির্বাচিত। তবে সংবিধান এমপিদের যোগ্যতা অযোগ্যতা নির্ণয় করে দেয়। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। একটা সমাধানে উপনীত হতে পারব।'

এ সম্পর্কিত আরও খবর