ফখরুলের চিঠি কোথায়?

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 03:53:15

সংসদ সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত ৫ জন সদস্য শপথ নিলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো নেননি। এদিকে সংবিধান অনুযায়ী ২৯ এপ্রিল রাত ১২টার পর শপথ গ্রহণের সময় সীমা শেষ হয়ে গেছে। এখন শপথের বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

এদিকে গতকাল রাতে জানাজানি হয়, মির্জা ফখরুল স্পিকারের নিকট শপথ নিতে সময় চেয়ে চিঠি দিয়েছেন। অন্যদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমি কোনো চিঠি দেইনি, কোনো সময় চাইনি।'

গতকাল বিএনপির চারজন দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ করেছেন বলে প্রেস কনফারেন্সে জানান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি নিজের শপথের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, 'অপেক্ষা করুন জানতে পারবেন'।

এদিকে খবর ছড়িয়ে পড়ে বিএনপি মহাসচিব স্পিকারকে চিঠি দিয়েছেন। এ বিষেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বিষয়টি পরিষ্কার করেননি।

চিঠি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমার কাছেই আসতে হবে বিষয়টি তো তা নয়। যদি সময়ের মধ্যে সংসদে চিঠি আসে তাহলে তো সমস্যা নেই।'

স্পিকার বলেছেন, 'যদি তিনি বলে থাকেন চিঠি দেননি, তাহলে আসেনি।' তাহলে ফখরুলের আসন কি শূন্য হচ্ছে এমন প্রশ্নে স্পিকার বলেন, 'আমি তো বলিনি। তবে যদি না দিয়ে থাকেন তাহলে পরবর্তী প্রক্রিয়া যেটা হয় সেটাই হবে।'

এ সম্পর্কিত আরও খবর