'আমরা প্রতিপক্ষ, শত্রু নই'

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 22:13:09

সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ চেয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 'আমরা প্রতিপক্ষ শত্রু নই। আমরা আপনাদের সহায়ক শক্তি আমাদের শত্রু হিসেবে দেখলে চলবে না।'

সোমবার (১১ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, 'আমরা আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে মহাজোট করে নির্বাচন করেছি। আমাদের প্রতিপক্ষ ছিল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। আমাদের কথা ছিল এক সঙ্গে নির্বাচন ও সরকার গঠন করে এক সঙ্গে দেশ পরিচালনা করা। কিন্তু আমাদের প্রতিপক্ষ এতো নগণ্য আসন পেয়েছে এবং তারা সংসদে আসবে কি না তা নিয়েও সংশয় ছিল।'

তিনি বলেন, 'আমরা সরকারে অংশ নিয়ে ঐকমত্যের সরকার করতাম। অথবা কিছুটা মন্ত্রিসভায় কিছুটা বিরোধী দলে থাকতে পারতাম। কিন্তু সেটা সরকার ও দেশের জন্য ঠিক হতো না। আমরা সরকারি দলে থাকলে সংসদ অকেজো হয়ে যেতো এটা দেশের জন্য ভালো হতো না। তাই আমাদের বিরোধী দলে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। যেটা আমরা করেছি সেটা দেশের জন্য ভালো হয়েছে। আমরা সংসদে সরকারি দলের বিরুদ্ধে কথা বলব। এটাকে অনেকে কৃত্রিম বিরোধী দল, পাতানো বিরোধী দল বলছে।'

জিএম কাদের বলেন, 'সরকারি দলে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এটাই স্বাভাবিক। সরকারি দল সংসদে সব সময়ই জয়ী হবে। আমাদের এটা যদি পাতানো হয় তাহলে ৯০ এর পর সংসদে সকল বিরোধী দলই পাতানো ছিল।'

তিনি আরও বলেন, 'আমরা সরকারি জোটে ছিলাম, আলোচনা করে বিরোধী দলে এসেছি, এটা মেকি বিরোধী দল, পাতানো বিরোধী দল এটা বলা ঠিক না। আমরা যদি সত্যিকারের একটা বিরোধী দল হওয়ার চেষ্টা করি, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরি তাহলে মেকি বলা ঠিক হবে না। সংসদকে প্রাণবন্ত করতে হলে আমাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। আমাদের শত্রু মনে করলে হবে না, সহায়ক শক্তি মনে করতে হবে। সরকারের ভুল ত্রুটি ধরব। আমাদের দাবি বক্তব্য সঠিক হলে গ্রহণ করতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর