ওয়ান ইলেভেনের কুশীলব আজকে সংসদে: নাসিম

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 17:39:56

এক এগারোর কুশীলব হিসেবে চিহ্নত লে. কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরীর সংসদে উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘এই দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল। অতীত ভুলে গেলে চলবে না। আমাদের কি নির্যাতন করা হয়েছিল। সেই এক এগারোর একজন কুশীলব জাতীয় পার্টির বদান্যতায় আজকের এই সংসদে বসে আছেন।’

রোববার (১০ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় চার নেতা জীবন দিয়ে গেছেন, তবুও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি। অনেক পাহাড় ও সংকট পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আজকের এই অবস্থায় এনেছেন। ১৫ আগস্টের খুনিরা বিরোধী দলের চেয়ারে বসেছিল, এটা ভুলে গেলে চলবে না।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের কথা বলি। বেগম জিয়া আজকে জেলে আছে। আমরা কেউই চাই না, শক্তিশালী বিরোধী দল বিহীন সংসদ চলুক। বিএনপির ভুল রাজনীতির কারণে তাদের আজকের এই অবস্থা। পাপ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। হত্যার রাজনীতি ও দুঃশাসনের কারণে তারা এখন ফল ভোগ করছেন। নির্বাচন মীমাংসিত বিষয়, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করে কোনো লাভ নেই।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘সুলতান মনসুর সংসদে এসেছেন, বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারাও সংসদে আসুন। ভুল রাজনীতি আর করবেন না। বিরোধী দল শূন্য সংসদ আমরা চাই না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১০ বছর ক্ষমতায় ছিলেন বলেই দেশের এতো উন্নয়ন হয়েছে। এ কারণে দেশের জনগণ আবারও শেখ হাসিনার পক্ষেই গণরায় দিয়েছেন। তাই আমাদের সামনে চ্যালেঞ্জ দারিদ্র্যতা দূরীকরণ। শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। সুশাসনের পাশাপাশি কঠোর শাসনের মাধ্যমে সন্ত্রাসী, জঙ্গি, মাদক ও শিশু নির্যাতনকারীদের দমন করতে হবে। পুরান ঢাকা থেকে অবশ্যই কেমিক্যাল গোডাউন সরাতে হবে।’

নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্ত এবং অতিভক্তিকে ভয় পাই। এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, অনেকে আমাদের চেয়েও বড় আওয়ামী লীগ হয়ে গেছে। এটাই আমাদের ভয়। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর