গ্রামের টান কখনো মুছে যায় না: সংসদে শেখ হাসিনা

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:58:09

অবসর সময়ে আবার গ্রামে থাকার ইচ্ছে প্রকাশ করলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, 'আসলে গ্রামটা হচ্ছে আমাদের প্রাণ। কেননা আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামেই বড় হয়েছি ওই কাঁদা মাটি মেখেই বড় হয়েছি। খালে ঝাঁপ দিয়ে গাছে উঠে নানাভাবে খেলাধুলা করেই গ্রামে বড় হয়েছি। হয়তো একটা পর্যায়ে চলে এসেছি। কিন্তু গ্রামের টান কখনো মুছে যাইনি, মুছে যায় না। এখনো মনটা পড়ে থাকে আমার ওই প্রিয় গ্রামে।'

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'গ্রামের মানুষকে আমরা নাগরিক সুবিধা দিতে চাচ্ছি। কারণ একটু ভাল হলেই গ্রাম থেকে শহরে চলে আসা, এটা আমার আসলে কোন দিনই পছন্দ ছিল না। কেননা আমি গ্রামে জন্ম নিয়েছি, গ্রামেই বড় হয়েছি, ওই কাঁদা মাটি মেখেই বড় হয়েছি। খালে ঝাঁপ দিয়ে, গাছে উঠে লাফ দিয়ে নানাভাবে খেলাধুলা করেই গ্রামে বড় হয়েছি। হয়তো একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু গ্রামের টান কখনো মুছে যাইনি মুছে যায় না। এখনো মনটা পড়ে থাকে আমার ওই প্রিয় গ্রামে।'

সংসদ নেতা বলেন, 'কাজেই সবসময় একটা আকাঙ্ক্ষা, যখনই আমি অবসর নেব, আমি গ্রামের বাড়িতে যেয়েই থাকব। সেখানে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে। কাজেই এটাই আমার একটা ইচ্ছা। আমি মনে করি গ্রামের নির্মল বাতাস সুন্দর পরিবেশ এটা মানুষকে স্বাভাবিকভাবেই অনেক সুস্থ রাখে। মন ভাল থাকে, প্রশান্তি জোটে অনেক কার্যকর। শহরের ইট কাঠের এই বদ্ধ একটা আবহাওয়া এবং পরিবেশ থেকে গ্রামের উন্মুক্ত পরিবেশটা সবসময় আমার আকাঙ্ক্ষা।'

এ সম্পর্কিত আরও খবর