সংসদে বিএনপি'র বিষোদগারে মেজর মান্নান

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 19:38:17

একসময় বিএনপি’র সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে বক্তৃতা দিয়েছেন মেজর অব. আব্দুল মান্নান। বিএনপি’র দুঃশাসনের প্রতিবাদ করে বিবেকের তাড়নায় দল ত্যাগ করেন বলে জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান।

তিনি বলেন, '২০০৪ সালে তৎকালীন সরকার সুশাসনের পরিবর্তে দুঃশাসনে নিমজ্জিত হয়। সেদিন আমি প্রতিবাদ করে দল থেকে পদত্যাগ করি।'

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করার পাশাপাশি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের স্মরণ করেন তিনি। এছাড়া স্মরণ করেন জাতীয় চার নেতাকে। তিনি বলেন, 'আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে। যাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্বীকারকারী গোষ্ঠী নির্মমভাবে হত্যা করছে।'

বিকল্পধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান বলেন, 'একটি দেশের অগ্রগতির পূর্ব শর্ত হচ্ছে সাংবিধানিক ধারা অব্যাহত রেখে গণতন্ত্রকে সমুন্নত রাখা। আমি স্মরণ করতে চাই, আমি ২০০৪ সালে এই সংসদে সংসদ সদস্য থাকাকালীন দেশে সুশাসন প্রতিষ্ঠার বিপরীতে তৎকালীন সরকারের দুঃশাসন এবং অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবেকের তাড়নায় আমি বিএনপি থেকে এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে ছিলাম। আমি দল ত্যাগ করায় তৎকালীন ক্ষমতাসীন দল আমার বিরুদ্ধে বিন্দু বিসর্গ ত্রুটি না পেয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর কি নির্লজ্জ ধ্বংসযোগ্য চালিয়েছে। সে দিন সারাদেশবাসী দেখেছে। তারা আমার উৎপাদনমুখী কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধনসহ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছে। আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট জব্দ করে ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ব্যক্তিগতে আক্রোশের কারণে তারা হামলা করে। সেদিন ঢাকা-১০ এর উপ নির্বাচনে বিএনপি নির্লজ্জভাবে ভোট কারচুপি করে গণতন্ত্র মর্যাদাহানি করেছে।'

এ সম্পর্কিত আরও খবর