ফাঁকা রাজধানীতে ট্রাফিক অভিযান, জরিমানা ২৭ লাখ টাকা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 08:32:31

ঢাকা: পবিত্র ঈদ-উল-আজহার ছুটির জন্য রাজধানী ঢাকা এখনও ফাঁকা। যার ফলে কেউ কেউ ভাঙছেন ট্রাফিক আইন। ট্রাফিক আইন অমান্যকারী এমন গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ডিএমপি। জানা যায়, ২ হাজার ৬৭৪ টি মামলায় ২৭ লাখ ৫৪ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 'র ট্রাফিক বিভাগ।

সোমবার (২৭ আগস্ট) দুপুরে বার্তা২৪.কমকে এমন তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।

মাসুদুর রহমান ট্রাফিক সূত্রের বরাত দিয়ে জানান, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৯১ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৩২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ডাম্পিং করা হয় ২৮ টি গাড়ি আর রেকার করা হয় ৪৩৩ টি গাড়ি।

এছাড়াও  ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৩৩ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪২টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১৩টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টা দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর