সিলেটে ঈদের প্রধান জামাত হয় শাহী ঈদগাহে

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:40:07

সিলেট: সিলেটে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায়। এ ঈদগাহ ময়দানে লাখো মানুষের ঢল নামে। প্রায় দেড় লাখ মুসল্লি ঈদগাহে এক সঙ্গে জামাত আদায় করেন।

জামাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

নামাজের ইমামতি করেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করেন শায়খে বরুণা মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক। নামাজ শেষে দেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে সিলেটে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত সকাল ৮টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। একই সময় হযরত শাহপরান (র.) মাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সরকারি আলিয়া মাদরাসা মাঠে পৌনে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল, পুলিশ লাইন্স মাঠ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দান, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মেন্দিবাগ জামে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রথম ঈদের জামাত সাড়ে সাতটায়, দ্বিতীয় ঈদ জামাত সাড়ে আটটায় , শেষ জামাত সাড়ে নয়টায় এবং কাজিরবাজার জামেয়া মাদানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায় এবং পশ্চিম পীরমহল্লা এলাকার গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া মাদরাসায় সকাল পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর ২৬৫টি ঈদগাহ ও মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিরা অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে ঈদের কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, তিন স্তরের নিরাপত্তা জোরদার ছিল ঈদগাহ ময়দানে। ঈদ উপলক্ষে নগর ভবনসহ নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর