পশু কোরবানি শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪ ডটকম | 2023-08-26 00:03:44

ঢাকা: মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি শুরু করেছেন।

বুধবার (২২ আগস্ট) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর অলিগলিতে পশু কোরবানি শুরু হয়।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে পশু কোরবানি শুরু করেছেন। নির্ধারিত স্থানের বাইরে বেশির ভাগ অলিগলিতে ও নিজেদের বাসার সামনে কোরবানির পশু জবাই করছেন।

ঈদুল আজহা হযরত ইব্রাহিম (আ.) ও তার ছেলে হযরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হযরত ইব্রাহিম (আ.) স্বপ্নে মহান আল্লাহর আদেশে ছেলে ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা।

তিনি ছেলেকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে ছেলে ইসমাইলকে ভেবে যখন জাবাই সম্পন্ন করেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর তরফ থেকে।

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।

এ সম্পর্কিত আরও খবর