ঈদের প্রধান জামাতে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা

ঢাকা, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪ ডটকম | 2023-08-31 05:45:01

ঢাকা: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক।

জামাতে অংশ নেন- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে জামাতে দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। যাতে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলমানদের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এরপর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে কোলাকুলি করে বাড়ি ফিরে পশু কোরবানির করেন মুসল্লিরা।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে সব ঈদগাহ ময়দান ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যারা ঈদ জামাতে অংশ নিতে এসেছেন, তাদের যেতে হয়েছে তল্লাশির মধ্য দিয়ে। জায়নামাজ আর ছাতা ছাড়া বাড়তি কোনো জিনিস বহনে ছিল বিশেষ সতর্কতা। বরাবরের মতো জাতীয় ঈদগাহে ছিল নারীদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা।

এ সম্পর্কিত আরও খবর