পশু জবাই, বরিশালে ১৩৫ স্থান নির্ধারণ

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-30 16:14:54

বরিশাল: কোরবানির ঈদে বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) পশু জবাইয়ের জন্য ৩০টি ওয়ার্ডে ১৩৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের নির্ধারিত স্থানের থেকে ৩৯টি কম। তবে এতে পশু কোরবানি দিতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হবে না বলে দাবি করছে বিসিসি কর্তৃপক্ষ।

বিসিসি সূত্র জানায়, পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৩ বছর ধরে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে কোরবানির পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারণ করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলররা এই স্থান নির্ধারণ করেছেন।

ইতোমধ্যে এই তথ্য জনগণকে জানানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি হ্যান্ডবিল, মাইকিং করার প্রস্তুতিও হাতে নেয়া হয়েছে।

এদিকে নির্ধারিত স্থানের বাইরে যেমন নিজের বাড়ির আঙিনায় কিংবা মাঠে পশু কোরবানি দেয়ার ওপরে কোনো নিষেধ নেই। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পশু কোরবানিদাতাদের নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে হবে। এছাড়া তারা বর্জ্য ব্যাগ ভরে নির্ধারিত স্থানে রাখলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা নিয়ে যাবে।

নির্দিষ্টস্থানে পশু জবাই করা হলে বিসিসির কর্মীরা দ্রুত ও অল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে পরিবেশ সুন্দর এবং দূষণমুক্ত রাখতে পারবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দীপক লাল মৃধা।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ ২০১৫ সালে ৬১টি, ২০১৬ সালে ১৪০টি এবং ২০১৭ সালে ১৭৪টি স্থান কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দেয়। প্রথম বছরে নির্ধারিত স্থানে ২০ শতাংশ কোরবানির পশু জবাই হলেও দ্বিতীয় বছরে তা বেড়ে ৬০ শতাংশে গিয়ে দাঁড়ায় এবং পরের বছর নির্ধারিত স্থানে পশু জবাইয়ের হার আরও বেড়ে যায়।

 

এ সম্পর্কিত আরও খবর