উত্তরব‌ঙ্গের ট্রেন শি‌ডিউল লন্ডভন্ড  

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 01:40:49

ঢাকা: ট্রেন আসার খবর নেই, ছাড়ার তো অনেক দে‌রি। এমন অবস্থায় উত্তরব‌ঙ্গের সব ট্রেন। সকাল ৮টা ৪০ মি‌নি‌টে নীলসাগর ঢাকা ছাড়ার কথা কিন্তু সে‌টি ঢাকায় এখনও আ‌সে‌নি।

‌সোমবার সকাল সা‌ড়ে ৯টায় এ রি‌পোর্ট লেখার সময় ট্রেন‌টি অবস্থান জয়‌দেবপু‌র স্টেশ‌নে। রংপুর এক্স‌প্রেস সা‌ড়ে ৯টায় ঢাকা ছাড়‌বে কিন্তু ট্রেন‌টি বেলা সা‌ড়ে ১১টার আগে ঢাকায় আসার সম্ভাবনা নেই।

এছাড়া সুন্দরবন এক্স‌প্রেস প্রায় পৌ‌নে ৩ঘন্টা দে‌রি‌তে ঢাকা ছে‌ড়ে‌ছে। দুই আড়াইঘন্টা বিল‌ম্বে রাজশাহী গামী ধুম‌কেতু এক্স‌প্রেস।

ঈদযাত্রার চতুর্থ দিন সকাল থেকেই ঘরেমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। এর মধ্যে উত্তরব‌ঙ্গের ট্রেনগু‌লোর ব্যাপক বিল‌ম্বের কার‌ণে ক‌য়েক হাজার যাত্রী বিমানবন্দর স্টেশ‌নে দুর্ভোগ নিয়ে অপেক্ষা করছে। ট্রেন কমলাপুর স্টেশনের দি‌কে যাবার প‌থে তারা উঠার চেষ্টা ক‌রছেন।

এবারও ট্রেনের ছাদ ভ‌র্তি মানুষ দেখা গেল। ঝুঁ‌কি নি‌য়ে ছা‌দে যাত্রা কর‌ছেন তারা। এরম‌ধ্যে নারী ও শিশু যাত্রী র‌য়ে‌ছেন।  স্টেশন সূত্র জানায়, পূর্বাঞ্চল বা‌দে উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লের ট্রেনের শি‌ডিউল বিপর্যয় ঘ‌টে‌ছে। রে‌লের প্রস্তু‌তি স্ব‌ত্বেও সময় ঠিক রাখা যাচ্ছে না।

অন্য‌দি‌কে যাত্রীচাপ ক্র‌মেই বাড়ছে। বি‌কে‌লের দি‌কে স‌র্বোচ্চ যাত্রী চাপ পড়বে ট্রেনে। একই অবস্থা হ‌বে সোমবারও হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদের ঠিক দু‌দিন আগে বরাব‌রের ম‌তো এমন যাত্রী চাপ প‌ড়ে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ম্টেশন ম্যা‌নেজার সিতাংশু চক্রবর্তী।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এবার কোরবানির ঈদের চার দিন আগে থেকে ঈদের সাত দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করছে। ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে এসব ট্রেন চলবে। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ঈদের দিন চলবে 'শোলাকিয়া স্পেশাল'

 

এ সম্পর্কিত আরও খবর