পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-20 23:37:05

মানিকগঞ্জ: গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ব্যতিত অন্যান্য সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের ও পরের তিন দিন নৌরুটে বন্ধ থাকবে এসব সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার। 

তবে যানবাহনের চাপ না থাকলে সিরিয়াল অনুযায়ী ফেরিঘাট এলাকায় জমে থাকা অপেক্ষামাণ ট্রাকগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। সবশেষ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের প্রচন্ড চাপ থাকলেও ফাঁকা রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকা।

সেক্ষেত্রে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আসা মাত্রই সাধারণ পণ্যবাহী ট্রাকসহ যে কোন যানবাহন নৌরুট পারাপারের সুযোগ পাচ্ছে। তবে যানবাহনের চাপ হলে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। 

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট নৌ পুলিশের ইনচার্জ লাবু হোসেন জানান, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের প্রচুর চাপ রয়েছে। নৌরুট পারের অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক যানবাহন।

গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অনান্য ট্রাক পারাপার বন্ধ রয়েছে। ফেরিঘাট এলাকায় যানবাহনের লাইন কমে গেলে ওইসব জমে থাকা ট্রাক নৌরুট পারের সুযোগ পাবে বলেও জানান তিনি।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিনাঞ্চলমুখী যানবাহনের কোন চাপ নেই। ফেরিঘাট এলাকায় আসা মাত্রই নৌরুট পারের সুযোগ পাচ্ছে যে কোন যানবাহন।

তাই সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোও নৌরুট পারাপার করা হচ্ছে। তবে যানবাহনের চাপ পড়ে গেলে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ২০ টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়লে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে দক্ষিাণাঞ্চলমুখী সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হবে।

তবে রোববার রাত সাড়ে ১০ টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ৩৫ কিলোমিটার অংশে কোন ট্রাক আটকা নেই বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর