বরিশাল জেলায় একদিনে ৫০ জন করোনায় আক্রান্ত

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-09-01 05:33:15

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থসহ মোট ৫৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুসহ এ জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাত পৌনে ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রতিবেদন অনুযায়ী নতুন আক্রান্তের মধ্যে জেলার উজিরপুরে তিনজন, বাবুগঞ্জে দুইজন ও হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী,
বাকেরগঞ্জ উপজেলায় একজন করে চারজন এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের একজন নার্স আছেন।

এছাড়াও নতুন আক্রান্তের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও চার জন স্টাফসহ পাঁচ জন, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক রয়েছে।

এদিকে নতুন আক্রান্তের মধ্যে বরিশাল নগরীর করিম কুটির ও কাটপট্টি এলাকার তিনজন করে ছয়জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার দুইজন করে ১০ জন।

এছাড়াও নতুন বাজার, সরদার হাউজ, রুপাতলি, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ০১ জন করে ৯ জন রয়েছেন।

আরো জানা গেছে, নতুন ৫০ জন আক্রান্ত সহ বাবুগঞ্জ উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬৬ জন, উজিরপুর উপজেলায় ১৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৯ জন, মুলাদী উপজেলায় ৮ জন, গৌরনদী উপজেলায় ৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬ জন করে মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর