ইভিএমের বিধান রেখে সংসদে উঠছে সংশোধিত আরপিও

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-08-22 04:57:03

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনীর কাজ চলমান আছে। সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার বিষয়টি যুক্ত করে সেটি পাস করার জন্য আগামী সংসদ অধিবেশনে তোলার প্রক্রিয়া চলছে।

রোববার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার কবিতা খানম এসব তথ্য জানান।

তিনি বলেন, কিছু দিন পরই বসবে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন। আরপিও সংশোধন করতে হলে এই অধিবেশনেই প্রস্তাব তুলতে হবে। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনেই আরপিও সংশোধনীর বিষয়টি তুলে ধরার চেষ্টা থাকবে।

কবিতা খানম বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে তা আরপিওতে সংযুক্ত করতে হবে। তারপরও কমিশন সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করবে কি না। ব্যবহার করলেও তা কতটুকু পরিসরে ব্যবহার করা হবে, সেটাও কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

তিনি  বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম বাড়াতে হলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সক্ষম জনবল লাগবে, ভোটারদের শিক্ষা, স্টেকহোল্ডারদের আস্থার ব্যাপার আছে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার পর যদি কমিশন সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করবে, তাহলে পরবর্তীতে দক্ষ জনবলসহ প্রয়োজনীয় এই পদক্ষেপগুলো নেওয়া হবে।

ভোট কর্মকর্তা নিয়োগের বিষয়ে কবিতা খানম বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রশাসনের লোকবলের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের বিষয়টিও সম্পূর্ণ কমিশনের সিদ্ধান্তের বিষয়। এসব বিষয় নিয়ে আমরা এখনো সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছি না। ঈদের পর কমিশন বৈঠক আছে। তখন আলোচনা করা হবে। মৌলিক আইনি কাঠামোতে ইভিএম ঢোকানোর বিষয়টি আমরা দেখবো। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টিও রয়েছে।

ভোটকেন্দ্রর বিষয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র বাছাই শেষ হয়েছে। আপত্তির পর শুনানি হবে।  রোববার আপত্তি দেওয়ার শেষ দিন ছিল। ৪০ হাজারের মতো তালিকা আছে। ভোট কেন্দ্র বাড়বে কি না, পরে জানা যাবে।

কমিশনারদের মতবিরোধের বিষয়ে তিনি বলেন,  আমাদের মধ্যে মতবিরোধ বলতে কিছু নেই।  কেননা, সংখ্যাগরিষ্ট মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়ার কথা সংবিধানে বলা আছে। দুই একজন নোট অব ডিসেন্ট দিতেই পারেন। কাজেই কেন বলা হচ্ছে দ্বিধা বিভক্ত? এটা সংবিধানই অধিকার দিয়েছে। মতপার্থক্য তো থাকবেই। জাস্টিসের জন্যই এটা দরকার।

নির্বাচনে সহিংসতা বিষয়ে তিনি বলেন,  আমরা ভারতের তুলনায় অনেক ভাল আছি। কোথাও সহিংসতা তো নেই। ভারতের একটা পঞ্চায়েত নির্বাচনেই কত সহিংসতা হয়। কিন্তু ওরা নিজেদের অনেক বড় করে দেখায়।

এ সম্পর্কিত আরও খবর