খুলনা-৪ আসনে কে হবেন নৌকার মাঝি?

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-26 22:00:30

খুলনা: খুলনা-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেতে ছয়জন প্রার্থী ইতোমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী দু-এক দিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন এই আসনের নৌকার মাঝি?

দলীয় একাধিক সূত্র জানায়, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রয়াত সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার একমাত্র ছেলে জেলা পরিষদ সদস্য খালেদীন রশিদী সুকর্ণ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোল্যা জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, শিল্পপতি আব্দুস সালাম
মুর্শেদী।

আগামী দু,একদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা দেবেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ইসির সূত্রমতে, খুলনা-৪ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৬ আগস্ট, যাচাই-বাছাই ২৮ আগস্ট, প্রত্যাহারের শেষ দিন ৪ সেপ্টেম্বর, পরদিন ৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ, ভোটগ্রহণ ২০ সেপ্টেম্বর। যদিও
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে প্রতিদ্বন্দ্বী না থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। ফলে ক্ষমতাসীন দলটির মনোনীত প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সম্ভাবনাই বেশি।

মূলত রূপসা-তেরখাদা-দিঘলিয়া মিলে খুলনা-৪ আসনটি গঠিত। এখানে মোট ভোটার তিন লাখ ৩৮ হাজার ৮ জন।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী (৬৫) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ কারণে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর