সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান আর নেই

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 10:13:15

সাবেক সংসদ সদস্য (শেরপুর-ধুনট), বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সাংবাদিক আমান উল্লাহ্ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা পৌণে ১১ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। আমান উল্লাহ্্ খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংসদ সদস্য আব্দুল মান্নান, বিরোধি দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, সংসদ সদস্য হাবিবুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর শোক প্রকাশ করেছেন। এদিকে মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার বাদ আছর বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে, ২য় জানাযা বগুড়া প্রেসক্লাব সংলগ্ন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ৩য় জানাযা নামাজ শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠ এবং শেরপুরের জয়লাজুয়ান ডিগ্রি কলেজ মাঠে ৪র্থ জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। বাসস।

এ সম্পর্কিত আরও খবর