পটুয়াখালীতে আরও ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-31 23:10:37

পটুয়াখালী জেলায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, পটুয়াখালীতে এ পর্যন্ত মোট ২৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১৫৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে পটুয়াখালী সদর উপজেলায় একজন, রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনা উপজেলায় তিনজন এবং দুমকি উপজেলায় দুই জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। এদের মধ্যে দুমকি উপজেলার একজন মারা গেছেন।

গত ১৯ এপ্রিল সন্ধ্যা থেকে পটুয়াখালী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে শহরের প্রধান সড়কগুলোতে মানুষের জনসমাগম কম থাকলেও বাজারগুলোতে মানুষের ভিড় দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর