ট্রাফিক সপ্তাহ: বরিশালে ১ হাজার ১শ মামলা

বরিশাল, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 11:25:22

বরিশাল: ট্রাফিক পুলিশ সপ্তাহ পালনে গত পাঁচদিনে বরিশাল জেলা পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যানবাহন থেকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও প্রায় ১ হাজার ১শ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখা সূত্র জানায় , ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ৫ আগস্ট থেকে জেলার ১০ উপজেলায় ১০ থানার পুলিশ তল্লাশি চৌকি স্থাপন করে অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করে।

এছাড়াও উপজেলার নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন আটক করা হয়। যানবাহন ও চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।

এর মধ্যে পুলিশি অভিযানে ৯৫৩টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৭ লাখ ৪৯ হাজার ২০০ টাকা।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালত ২১০টি মামলা করে। এছাড়াও নির্বাহী হাকিমের নির্দেশে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি অভিযানে মোট ১ হাজার ১০০টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৯শ টাকা। জরিমানা হিসেবে আদায় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর