কুমিল্লায় পৌঁছেছে করোনা পরীক্ষার মেশিন

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-30 08:08:13

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন।

মেশিনটি স্থাপনের পর আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লায় করোনাভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।

তিনি জানান, মেশিনটি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁছেছে। শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এটি গ্রহণ করেছেন। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে মেশিনটির সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে। কাজ শেষে এটি পরিচালনার জন্য টেকনিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ডা. মুজিবুর রহমান আরও জানান, প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর মেশিনটি চালুর পর করোনাভাইরাসের নমুনা সংগ্রহের পর এখানে দিনে দিনেই পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।

তিনি আরো জানান, পরীক্ষার কাজটি শুরু হলে কুমিল্লা জেলার ৬৫ লাখসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলার প্রায় দেড় কোটি লোক উপকৃত হবে।

এ সম্পর্কিত আরও খবর