সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:39:34

মেহেরপুর: গাংনী উপজেলার বড় বামন্দী গ্রামে সাপের কামড়ে আসিফ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আসিফকে সাপ কামড় দেয়। বুধবার (৮ আগস্ট) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আসিফ বড় বামন্দী গ্রামের সুন্নত আলীর ছেলে এবং কেইবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আসিফের হাতে বিষধর সাপ কামড় দেয়। বিষের যন্ত্রণায় তার ঘুম ভেঙে গেলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে তাকে হাড়িয়াদহ গ্রামের কথিত ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ঝাড়ফুঁক ও পানিপড়া দেয়া হলেও আসিফের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। পরে ভোরের দিকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এহসানুল কবির জানান, মৃতপ্রায় অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। এন্টিভেনাম দেয়া শুরু হলে মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, সাধারণত সাপে কামড় দিলে রোগী চোখে অন্ধকার দেখে, নেতিয়ে পড়ে ও কামড় দেয়া স্থানে ফুলে যাওয়ার চারঘণ্টার মধ্যে এন্টিভেনাম দেয়া গেলে রোগীর বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু আসিফের বেলায় অনেক দেরি করে হাসপাতালে আনা হয়।

এ সম্পর্কিত আরও খবর