পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-31 08:24:41

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সকল বাংলাদেশি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানায়, পাওয়ার প্লান্ট অভ্যন্তরে হাজারেরও বেশি চীনা নাগরিক অবস্থান করছেন। করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিপিসিএল এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, যদিও লকডাউন করে বাঙালি শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। তারপরও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহসহ অপারেশনাল কার্যক্রম সচল থাকবে।

উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এখন দৈনিক কমপক্ষে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর