ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 15:10:06

প্রতিদিন ঢাকা শহরের ৫শ’ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হচ্ছে।

২৮ মার্চ শুরু হওয়া এ কার্যক্রম শিগগিরই জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়সমূহের মাধ্যমে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, পথশিশু, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র।

রোববার (৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪৫, ৪৭, ৫০, ৫২ ও ৫৩ ওয়ার্ডের অন্তর্ভুক্ত নারিন্দা, সুইপার কলোনি, ঋষিপাড়া, গেন্ডারিয়া, ঘুন্টিঘর, ধুপখোলা, ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী-কর্মহীন পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সমাজসেবা অধিদফতরের সহাকারী পরিচালক মো. মাইনুল বাশার, মো. শাহজাহান আলী আকন্দ, শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা নূরুল ইসলাম, লিয়াজো অফিসার জনাব মো. নূরুল আমিন খান।

এ সম্পর্কিত আরও খবর