খুলনায় ছাত্রলীগের বাধায় শিক্ষার্থীদের কর্মসূচি পণ্ড

খুলনা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 17:46:47

খুলনা: খুলনায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে।

শনিবার (৪ আগস্ট) সকাল থেকেই বিক্ষোভ স্থল নগরীর শিববাড়ী মোড় ঘিরে রেখেছিল পুলিশ। সঙ্গে ছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। এরমধ্যে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা সোলার পার্কে জমায়েত হয়। সেখানে দুপুর ১টার দিকে ‘উই ওয়ান্ট জাস্টিজ’ স্লোগানে মিছিল সহকারে বিক্ষোভস্থল শিববাড়ী মোড়ের দিকে অগ্রসর হয় তারা। পথিমধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শিববাড়ী মোড়ে আসতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের বুঝিয়ে বাসায় যেতে অনুরোধ করে পুলিশ। তবে সোনাডাঙ্গা সোলারপার্কে সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হয়ে মিটিং করছে বলে দুপুর সাড়ে ১২টার দিকে জানতে পারে পুলিশ। দ্রুত সেখানে গিয়ে পার্কটি পুলিশ ঘিরে রাখে। পরে পুলিশের বাধা ভেঙে শিববাড়ী মোড় অভিমুখে রওনা দেয় শিক্ষার্থীরা। শহরের মজিদ সরণিস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মিছিলের সামনে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ছাত্রীদের সঙ্গে আচরণের অভিযোগ শিক্ষার্থীদের।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা প্রতিরোধে শিববাড়ী মোড়ে পুলিশ দায়িত্ব পালন করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের মধ্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোলার পার্কে
শিক্ষার্থীরা জমায়েত হয়েছে জানতে পেরে তাদের নিরাপত্তায় সেখানে ফোর্স মোতায়েন করা হয়। পরে সেখান থেকে শিববাড়ী মোড়ের দিকে যাচ্ছিল শিক্ষার্থীরা। পথে ছাত্র নেতারা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে।’

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, ‘সোলার পার্কে আমরা শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে কিভাবে আন্দোলন করা যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ পুলিশ চারপাশ ঘিরে ফেলে। পরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শিববাড়ী মোড়ের দিয়ে যাচ্ছিলাম। পথে ছাত্রলীগের নেতারা আমাদের বাধা দিয়েছে। আমাদের কয়েকজনকে আহত করেছে। আমাদের দাবি ‘নিরাপদ সড়ক চাই’ সহ ১৫ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

অপরদিকে, ঢাকায় দু’জন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করায় খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার দিবাগত রাতে খুলনা সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবীর এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ উপস্থিত ছিলেন। নগরীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ছাত্র নেতাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের রাস্তায় না নামতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সিদ্ধান্তগুলো হল- (আজ) শনিবার থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা পৃথকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। ফিটনেসবিহীন যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধিকরণ, ফুটপাত দখলমুক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সমাবেশ করে এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, কোনো স্বার্থান্বেষী মহল যাতে এই ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে স্যাবোটাজ ঘটাতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা, ছাত্রনেতাদের সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখা হবে, গণমাধ্যম যেন যথাযথ ভূমিকা পালন করে, পরিবহন মালিক সমিতি ও চালক সমিতির সঙ্গে পৃথক বৈঠক করা এবং যে কোনো রকম নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা।

এ সম্পর্কিত আরও খবর