যার মনে মায়া নাই, সে দেশের মন্ত্রী হতে পারে না

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 00:13:17

সিলেট: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। অন্যদিকে মারমুখী অবস্থানে রয়েছে অঘোষিত ধর্মঘট পালনকারী পরিবহন শ্রমিকরা।

শনিবার (৪ আগস্ট) ভোর থেকে সিলেটের প্রবেশ মুখে বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে পরিবহন শ্রমিকরা। অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সিলেটের সড়কগুলোতে।

বেলা ১১টা থেকে বিচ্ছিন্নভাবে নগরীর বিভিন্ন স্কুল কলেজ থেকে শহীদ মিনারের সামনে আসতে থাকে শিক্ষার্থীরা। বর্তমানে তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করছে। ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছে।

পরিবহন শ্রমিকরা সড়কে থাকার কারণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অনেক শিক্ষার্থীর সঙ্গে বাবা-মাও ছুটে এসেছেন শহীদ মিনারে। তবে গত দিনের মতো গাড়ির লাইসেন্স দেখতে শিক্ষার্থীদের অতি উৎসাহ দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে চলছে তাদের কর্মসূচি।

আন্দোলনকারী শিক্ষার্থী সিলেট বর্ডার গার্ড স্কুলের ছাত্র শাওন জানায়, তাদের ৯ দফা দাবির প্রথম দাবি হচ্ছে, নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ। যে মন্ত্রীর মনে মায়া দয়া নাই, সে মন্ত্রী আমার দেশের হতে পারে না। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, সেই বঙ্গবন্ধু কন্যার গঠিত সরকারের আমলে কোনো শিশু হত্যাকারীর পক্ষে অবস্থানকারী মন্ত্রী থাকতে পারে না। আমরা নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ চাই।’

এদিকে নগরীতে পুলিশ মোতায়েন থাকলেও তাদের খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না। বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে শ্রমিকরা। কোথাও কোথাও মারামারির ঘটনাও ঘটছে। এ নিয়ে সিলেট জুড়ে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা সদরে শিক্ষার্থীদের সড়কে নামতে দেখা গেছে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, পুলিশ সতর্ক অবস্থানে আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি দেখলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

এ সম্পর্কিত আরও খবর