কক্সবাজারেও পরিবহন ধর্মঘট, বিপাকে পর্যটকরা

চট্টগ্রাম, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 22:40:18

কক্সবাজার: নিরাপত্তার কারণ দেখিয়ে সারাদেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও পরিবহন ধর্মঘট শুরু করেছে মালিক- শ্রমিকরা।

শুক্রবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে এখানে সব ধরনের বাসচলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।

টাঙ্গাইল থেকে আসা পর্যটক সাব্বির আহমেদ বলেন,‘গত তিনদিন আগে কক্সবাজারে বেড়াতে এসেছি। ধর্মঘটের কারণে টাঙ্গাইলে যেতে পারছি না।’

আরেক পর্যটক নোমান হোসেন বলেন, ‘গতকাল বিকেল ৫টায় আমার টিকেট ছিল। কিন্তু এখন বাস যাচ্ছে না। আসলে খুব দুর্ভোগে পড়লাম।’

কক্সবাজার আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম বার্তা২৪.কমকে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কি কারণে ধর্মঘট সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার জন্য আমরা বাস বন্ধ রেখেছি। যখন পরিস্থিতি স্বাভাবিক বা উপরের নির্দেশনা আসবে তখন বাসচলাচল আবার শুরু হবে।’

এ সম্পর্কিত আরও খবর