ময়মনসিংহে মাস্ক-হ্যান্ড গ্লাভস পেলেন শ্রমজীবীরা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 19:20:31

করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিম্ন আয়ের শ্রমজীবীদের সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার বিতরণ করছে একদল স্বেচ্ছাসেবী।

‘ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি’ এবং ‘রংধনু’ সংগঠনের সদস্যরা যৌথভাবে এসব বিতরণ করছে।

শনিবার (২১ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা ৩ দিন ধরে চলছে তাদের এ কার্যক্রম।

ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, ‘সচেতনতা ও সতর্কতাই পারে এ মহামারি থেকে আমাদের রক্ষা করতে। এ কাজে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সে লক্ষ্যেই আমরা নগরের চরপাড়া, গাঙ্গিনারপাড়, টাউনহলসহ গুরুত্বপূর্ণ স্থানে রিকশা ও অটোরিকশা চালকদের সচেতন করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ৩ দিনে ৪ শতাধিক শ্রমজীবী মানুষকে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দিচ্ছি এবং প্রতিটি মসজিদের অজুখানায় সাবান দিচ্ছি, যাতে মুসল্লিরা ভালোভাবে হাত পরিষ্কার রাখতে পারেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর