বরিশালে ৩ কেন্দ্রের বিরুদ্ধে মামলার জন্য চিঠি

বরিশাল, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 18:36:19

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তিনটি কেন্দ্রে ‘বেআইনি আচরণ’ ও ‘অবৈধ প্রভাব বিস্তারের’ কারণে মামলা করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আর এই নির্দেশনা অনুযায়ী তিনটি মামলা দায়ের করার জন্য নগরীর বিমানবন্দর ও কাউনিয়া থানায় দুটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।

কেন্দ্র তিনটি হচ্ছে- ২৮ নাম্বার ওয়ার্ডের ১১১ নাম্বার কেন্দ্র নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০ নাম্বার ওয়ার্ডের ১২০ নাম্বার কেন্দ্র কাশিপুর গার্লস হাইস্কুল ও কলেজ এবং ১ নাম্বার ওয়ার্ডের ৪ নাম্বার কেন্দ্র সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়।

এদিকে মামলার বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, তারা পুলিশ কমিশনারের অনুমোদনের অপেক্ষায় আছেন এবং তার নির্দেশনা অনুসরণের পর অজ্ঞাত আসামি করে দুটি মামলা হবে।

এছাড়া কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনও রিটার্নিং কর্মকর্তা থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, ৩০ জুলাই এই তিনটি কেন্দ্রে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর