রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা নিখোঁজ

চট্টগ্রাম, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-07 10:10:30

কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা শিবিরে কর্মরত ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটা নামে জাতিসংঘের এক কর্মকর্তা গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ আগস্ট) কক্সবাজারের ইউএনএইচসিআর এর কর্মকর্তা ইফতেখার উদ্দিন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোলিমান মুলাটা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে। তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি আরও জানান, সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন।

গত সোমবার সাকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তার নিখোঁজের বিষয়ে ইউএনএইসসিআর এর পক্ষ থেকে কক্সবাজারের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এদিকে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুর হক টুটুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন,‘ইউএনএইচসিআর এর কর্মকর্তাকে খুঁজে না পাওয়ার একটি অভিযোগ পেয়েছি। পুলিশের একাধিক টিম সোলিমান মুলাটাকে খুঁজে বের করার চেষ্টা করছে।’

 

 

এ সম্পর্কিত আরও খবর