রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশগত সমীক্ষা করবে ইক্যাড-আইওএম

চট্টগ্রাম, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 13:44:13

কক্সবাজার: উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকার ক্যাম্পে পরিবেশগত সমীক্ষা পরিচালনা করবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ‘ইক্যাড' এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’।

এই দুই সংস্থার যৌথ উদ্যোগে উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ও আশপাশে বসবাসরত স্থানীয়দের মাঝে পরিবেশগত পরিবর্তন, পর্যবেক্ষণ করে তারা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে এ লক্ষ্যে কাজ করা হবে।

বুধবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সমীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে বলা হয়, বায়ু, পানি, জীববৈচিত্র, বনায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এই সমীক্ষা পরিবেশগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন আইএসসিজির সিনিয়র সমন্বয়ক সাম্বুল রিজভী, ‘আইওএম'র বাংলাদেশ প্রধান জিওরজি গিগাউরি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জলবায়ু বিশেষজ্ঞ ড. সালিমুল হক।

এ সম্পর্কিত আরও খবর