বরিশালে ১২৩ কেন্দ্রের মধ্যে ঝুঁকিতে ১১২

সিলেট, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 06:28:51

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ১১টি কেন্দ্র ঝুঁকিমুক্ত রয়েছে।
 
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের জন্য ১২৩টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রগুলোকে তিন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। তা হল অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ। যদিও পুলিশের ভাষায় কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ না বলে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
 
নগর বিশেষ শাখা সূত্রে জানা গেছে, সরেজমিন পরিদর্শন করে ভোটার এবং প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রের গুরুত্ব নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১১২টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যার মধ্যে ৫০টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ও ৬২টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। বাকি মাত্র ১১টি কেন্দ্র ঝুঁকিমুক্ত সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর